Pages

9 May 2014

উইন্ডোজ ৮.১–এর কিছু হালনাগাদ এক নজরে দেখে নিন

MZ ৮ এপ্রিল একদিকে বন্ধ হলো উইন্ডোজ এক্সপির কারিগরি সহযোগিতা, অন্যদিকে প্রকাশ করা হলো উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের সর্বশেষ হালনাগাদ টাচস্ক্রিনের বিপরীতে ডেস্কটপের কি-বোর্ড এবং মাউসে আরও ব্যবহার উপযোগী এসব হালনাগাদে যুক্ত হয়েছে নতুন কিছু বিষয়৷

স্টার্ট স্ক্রিন হালনাগাদ: নতুন স্টার্ট স্ক্রিনের ওপরে ডান কোনায় অ্যাকাউন্ট ছবির পাশেই পাওয়া যাবে পাওয়ার এবং সার্চ বোতামফলে
দ্রুততার সঙ্গেই বন্ধ করা যাবে কম্পিউটার, খোঁজা যাবে যেকোনো কিছু
ডেস্কটপ মোডে চালু: ডেস্কটপ মোডে থাকতে যাঁরা পছন্দ করেন,

তাঁদের জন্য ব্যাপারটা খুশিরইএখন উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ডিফল্ট হিসেবে ডেস্কটপ মোডে চালু হবে
সবখানেই টাস্কবার: ডেস্কটপ মোডে তো বটেই, স্টার্ট স্ক্রিনেও পাওয়া যাবে টাস্কবারমাউসটি পর্দার নিচের দিকে নিয়ে গেলেই দেখা মিলবে টাস্কবারের
ডেস্কটপেই সব অ্যাপস: ডেস্কটপ অ্যাপলিকেশন এবং স্টার্ট স্ক্রিনে থাকা উইন্ডোজ স্টোরের অ্যাপস এখন টাস্কবারে পিন করা যাবেএকই সঙ্গে টাস্কবারে রাখা যাবে প্রিয় ওয়েবসাইটের লিংকএসব আবার চালানো যাবে ডেস্কটপ মোড থেকেই
অ্যাপসের টাইটেল বার: উইন্ডোজ স্টোরের কোনো অ্যাপ খোলা রেখে পর্দার ওপরের দিকে মাউস নিলে অ্যাপস বন্ধ এবং মিনিমাইজ করার বোতাম পাওয়া যাবে
ডান ক্লিকে অ্যাপস নিয়ন্ত্রণ: স্টার্ট স্ক্রিনে থাকা অ্যাপস টাইলের ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে একটি অপশন মেনু পাওয়া যাবে, যেখানে টাইল আনপিন করা বা টাস্কবারে পিন করা, টাইলের আকার পরিবর্তন, এমনকি অ্যাপস আনইনস্টলও করা যাবে
টাস্কবারে উইন্ডোজ স্টোর: হালনাগাদটি ইনস্টল করার পর টাস্কবারে দেখা যাবে আগে থেকেই উইন্ডোজ স্টোর পিন করে রাখা হয়েছেএর ফলে নতুন নতুন অ্যাপসের খোঁজ করা যাবে সহজে৷
ডেস্কটপ অ্যাপ: উইন্ডোজ আটে কোনো অডিও, ভিডিও বা ছবির ফাইলে দুই ক্লিক করলে সেটি উইন্ডোজের অ্যাপসে চালু হতোএখন এই এক রকম ফাইলগুলো খুললে ডেস্কটপ অ্যাপগুলোর মাধ্যমে চালু হবে
ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় এসব হালনাগাদ নিজস্ব উইন্ডোজ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে
উস:প্রথম আলো

No comments:

Post a Comment