বিনামূল্যে ই-মেইল সেবা জিমেইল নিরাপদ করার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ই-মেইলের সুরক্ষা দিতে পারেন। জিমেইল নিরাপদ রাখার ক্ষেত্রে জনপ্রিয় একটি ব্যবস্থা হচ্ছে জিমেইলের টেু-স্টেপ ভেরিফকেশন। এ পদ্ধতি চালুর ক্ষেত্রে যখনই আপনি ই-মেইলে ইউজার নাম এবং পাসওয়ার্ড দেবেন, তখন আপনার মোবাইল;ফোনে একটি এসএমএস চলে আসবে। এ জন্য শুরুতে আপনাকে নিজের অ্যাকাউন্টে
লগ-ইন করে setting/google account settings/security পাতায় যান। এখানে চারটা অপশন আছে। এগুলো হচ্ছে Changing your password, Recovering your password, Using 2-step verification, Authorizing applications & sites। এখানে Using 2-step verification অপশন যেতে হবে। এখানে মোবাইল ফোন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন চালূ করুন। সতর্কতার জন্য বাড়তি 10 টি কোড তৈরি করা যায়, যা আপনি আপনার নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করে রাখতে পারেন অনেক সময় নেটওয়াকর্ের সমস্যা হলে কোড আসতে দেরি হতে পারে। সে ক্ষেত্রে সংরক্ষিত কোড আপনার কাজে লাগবে। এ ছাড়া বর্তমানে কোড না এলে একটি অপশন আসে, যাতে ক্লিক করলে আপনাকে ফোন করে কোড বলে দেওয়া হবে। টু-স্টেপ ভেরফিকেশন চালু করলে অনেক সময় বিভিন্ন ম্যাসেঞ্জার, অ্যাপস ডিমেল ব্যবহার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে আপনি যে ম্যাসেঞ্জার ব্যবহার করলেন অথবা অ্যাপস ব্যবহার করবেন, তার জন্য আলাদা কোড তৈরি করে নিতে পারবেন। ব্যক্তিগত কম্পিটারে একবার কোড দিয়ে নিচে থাকা বক্সে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। এতে পরবর্তী 30 দি ওই কম্পিউটারে আর কোড চাইবে না।
No comments:
Post a Comment