ফাইল বা ফোল্ডার খুঁজে পাচ্ছেন না? অপারেটিং সিস্টেমের সার্চ সুবিধা অনেক সময় নেয় কোনো কি খুঁজে দিতে? এই সমস্যার সমাধান এবং খুব দ্রুত প্রয়োজনীয় ফাইলটি কম্পিউটারের হার্ডডিস্ক থেকেখুঁজে দেবে এভরিথিং- 1.2.1.371 নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যার বহনযোগ্য বলে কম্পিউটারে ইনষ্টল না করলেও চলবে। প্রচলিত
প্রায় সব অপারেটিং সিস্টেমে এটি চলবে। আকার 370 কিলোবাইট। প্রথমে www.mediafire.com/? acre29gnv82m38x ঠিকানার ওয়েবসাইট থেকে জিপ ফাইলকে আনজিপ করুন। Everything-1.2.1.371 নামের ফাইলটিতে দুই ক্লিক করে কাজ শুরু করে দিন। ফাঁকা বক্সটিতে ফাইলের নাম লিখুন। দেখুন কত দ্রুত হার্ডডিস্কের কোথায় আপনার ফাইলটি আছে, তা নিমেষেই খুঁজে দেবে।
No comments:
Post a Comment