Pages

11 January 2014

কম্পিউটার দ্রুত চালু করুন


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। ভাল তো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা নতুন জিনিস শিখলাম তারপর ভাবলাম এটি আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকারে আসতে পারে আর সেটি হচ্ছে আমাদের আনেকের কম্পিউটার চালু হতে অনেক সময় লেগে যায় তার একটি অন্যতম কারণ হচ্ছে কিম্পউটার চলুর সময় কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যারও সব্য়ংক্রিয়ভাবে চালূ হওয়ায় কম্পিউটার চালু  হতে সময় বেশি লাগে।।স্টার্টআপ থেকে অপ্রয়োজনীয় সফটওয্যার   মুছে ফেলতে ‍start মেনু থেকে Run এ ক্লিক
করুন। এরপর MsConfig লিখে এন্টার চাপুন। একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে startup ট্যাব এ ক্লিক করুন। এখানে যে প্রোগ্রামগুলো টিক চিহ্ন দেওয়া আছে সগেুলো আপনার কম্পিউটার চালুর সময়  স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এখান থেকে যে সফটওয়্যাগুলো প্রয়োজন নেই, সেগুলো থেকে  টিক চিহ্ন তুলে দিয়ে  ok করুন। এবার কম্পিউটার রিস্ট্রর্ট করুন।
   

No comments:

Post a Comment