Pages

6 May 2014

অ্যাপল হেডফোনেই ফিটনেস ট্র্যাকার!

টেক জায়ান্ট অ্যাপলের পরবর্তী ইয়ারপডে হেলথ মনিটরিং ফিচার থাকবে, জানা যাবে রক্তচাপ ও হৃদস্পন্দনের খবর। সিক্রেট নামে এক অ্যাপ পোস্টে এ তথ্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করতে অ্যাপলের হেডফোনে যুক্ত হবে সেন্সর। এ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কত তা জানা যাবে। পরবর্তীতে হেডফোনের মাধ্যমে এ তথ্যগুলো আইফোনে মেডিকেল ডেটা হিসেবে জমা হবে। ভবিষ্যতে অ্যাপলের বর্তমান ইয়ারপডের জায়গায় স্থান করে নেবে সেন্সরযুক্ত
নতুন এ ডিভাইস। হেডফোনটিতে ব্যবহার করা হতে পারে অ্যাপলের আইবিকন সিস্টেম।এতে হেডফোন হারিয়ে গেলে খুঁজে পেতেও সহায়তা পাওয়া যাবে। অ্যাপল কখনও তাদের আগাম পণ্য সম্পর্কে তথ্য প্রকাশ করে না। সিলিকন ভ্যালির অ্যাপল কর্মীদের কাছ থেকে এ ধরনের গোপন তথ্য ফাঁস হয় বলে প্রতিবেদনে উল্লেখ করে গার্ডিয়ান। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের প্রধান গবেষক বেন উড গার্ডিয়ানকে বলেন, “যদি বলা হয়, অ্যাপলের পরবর্তী ধাপ কি হতে পারে? তা হবে সেন্সরবিষয়ক।” ইতোমধ্যেই কনজিউমার ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা এলজি ও চিপ নির্মাতা ইনটেল বিল্টইন সেন্সরের হেডফোনের প্রোটোটাইপ প্রদর্শন করেছে।

No comments:

Post a Comment