Pages

20 January 2014

একটি মাত্র Softwear এর দ্বারা নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটার বন্ধ করা, রিসস্ট্রাট, সিল্পি, এবং সময় পরিবর্তন

বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন আমি আপনাদের দোয়াই খুব ভাল আছি । যাই হোক আজকে আমি যে পোস্ট করতে যাছি সেই ধরনের পোস্ট আমি এর আগেও একটি করেছি কিন্তু সেটি ছিল কোড ব্যবহার করে আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি ছোট সাইজ এর সফটওয়্যার নাম Wise Auto Shutdown এটা ফ্রী একটি সফটওয়্যার । এটা ব্যবহার করে আপনি ইছে করলে আপনার পিসি তে একটি নির্দিষ্ট সময় সেট করে দিলেন আর আপনার পিসি সেই সময়ে Shutdown, Restart, Hibernate , Sleep ইতাদি হবে । কি মজার ব্যাপার না সত্যি আমার তো খুব ভাল লেগেছে । যাই হোক সফটওয়্যারটি নিচে থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিন এবং সঙ্গে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন ।
 
ডাউনলোড:
 
ইনস্টিল এর জন্য অনুসরণ করুন ধাপে ধাপে
 
01. বুজতেই পারছেন সফটওয়্যারটি কত ছোট তাহলে এক ক্লিকে ডাউনলোড সম্পূর্ণ করুন । এবার ডাউনলোড হয়েগেলে Winrar দিয়ে ওপেন করুন তার এক ক্লিক করে ইন্সটল করে নিন । বাকি কাজটি যদিয়ে খুব সোজা তাও নীচে ব্যবহার এর কিছু টিপস দেখে নিন । 
 
02 এবার ইন্সটল করা সফটওয়্যার টিকে ওপেন করুন তাহলেই নীচের মতো আসবে এবার নীচের স্ক্রীন শর্ট এর মতো করে দিন । 
 
03. এবার ইনস্টল এর পর্ব শেষ এবার আপনার মনের মতো করে যেমন খুশি তেমন মানে Shutdown , Restart , Hibernate , Sleep যেটি করতে চান তাতে ক্লিক করে দিন এবার আপনি উপরের চিত্রে লক্ষ করুন আপনি ৩ ভাবে সময় সেট করতে পারেন যেমন তারিখ অনুযায়ী , সময় , আর প্রতিদিন । আপনি যদি চান প্রতিদিন একি সময় আপনার পিসি অটো বন্ধ করতে চান তাহলে উপরের Daily সিলেক্ট করে দিন তারপর কটার সময় আপনার পিসি বন্ধ করতে চান সেটি সেট করে দিন বা হয়ে যাবে ।

No comments:

Post a Comment