Pages

9 May 2014

উইন্ডোজ ৮.১–এর কিছু হালনাগাদ এক নজরে দেখে নিন

MZ ৮ এপ্রিল একদিকে বন্ধ হলো উইন্ডোজ এক্সপির কারিগরি সহযোগিতা, অন্যদিকে প্রকাশ করা হলো উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের সর্বশেষ হালনাগাদ টাচস্ক্রিনের বিপরীতে ডেস্কটপের কি-বোর্ড এবং মাউসে আরও ব্যবহার উপযোগী এসব হালনাগাদে যুক্ত হয়েছে নতুন কিছু বিষয়৷

স্টার্ট স্ক্রিন হালনাগাদ: নতুন স্টার্ট স্ক্রিনের ওপরে ডান কোনায় অ্যাকাউন্ট ছবির পাশেই পাওয়া যাবে পাওয়ার এবং সার্চ বোতামফলে

৫জি নিয়ে গবেষণা করছে নকিয়া

ফিনল্যান্ডের টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান নকিয়া ও জাপানের এনটিটি ডকোমো যৌথভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি (৫জি) নিয়ে গবেষণা শুরু করেছেএক খবরে জানিয়েছে পিটিআই
নকিয়ার নেটওয়ার্ক বিভাগের এক বিবৃতিতে গতকাল জানানো হয়েছে, নকিয়া ও এনটিটি ডকোমো মিলে যৌথভাবে ৫জি প্রযুক্তি নিয়ে গবেষণার পাশাপাশি ৫জি প্রুফ অফ কনসেপ্ট (পিওসি) নিয়ে কাজ করবে

6 May 2014

বৃষ্টির তথ্য সংগ্রহ করবে স্মার্ট ছাতা!

নেদারল্যান্ডসের ডেল্ফট ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক রলফ হাট দেখালেন স্মার্ট আমব্রেলা। গবেষকের দাবী-- এটি ব্যবহার করে বৃষ্টি সম্পর্কিত তথ্য সরবরাহ করা যাবে।
বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপিয়ান জিওসায়েন্সেস ইউনিয়ন (ইজিইউর) বার্ষিক সভায় এ প্রযুক্তির প্রোটোটাইপ দেখান ড. হাট। ছাতার ক্যানভাসের নিচে ব্যবহার করা হয়েছে পেইজো সেন্সর। এতে ছাতায় বৃষ্টির ফোটা পড়লে যে ভাইব্রেশন হয় তা পরিমাপ করা যাবে।
এ তথ্য ব্লুটুথের মাধ্যমে ফোন

অ্যাপল হেডফোনেই ফিটনেস ট্র্যাকার!

টেক জায়ান্ট অ্যাপলের পরবর্তী ইয়ারপডে হেলথ মনিটরিং ফিচার থাকবে, জানা যাবে রক্তচাপ ও হৃদস্পন্দনের খবর। সিক্রেট নামে এক অ্যাপ পোস্টে এ তথ্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করতে অ্যাপলের হেডফোনে যুক্ত হবে সেন্সর। এ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কত তা জানা যাবে। পরবর্তীতে হেডফোনের মাধ্যমে এ তথ্যগুলো আইফোনে মেডিকেল ডেটা হিসেবে জমা হবে। ভবিষ্যতে অ্যাপলের বর্তমান ইয়ারপডের জায়গায় স্থান করে নেবে সেন্সরযুক্ত

20 January 2014

একটি মাত্র Softwear এর দ্বারা নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটার বন্ধ করা, রিসস্ট্রাট, সিল্পি, এবং সময় পরিবর্তন

বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন আমি আপনাদের দোয়াই খুব ভাল আছি । যাই হোক আজকে আমি যে পোস্ট করতে যাছি সেই ধরনের পোস্ট আমি এর আগেও একটি করেছি কিন্তু সেটি ছিল কোড ব্যবহার করে আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি ছোট সাইজ এর সফটওয়্যার নাম Wise Auto Shutdown এটা ফ্রী একটি সফটওয়্যার । এটা ব্যবহার করে আপনি ইছে করলে আপনার পিসি তে একটি নির্দিষ্ট সময় সেট করে দিলেন আর আপনার পিসি সেই সময়ে Shutdown, Restart, Hibernate , Sleep ইতাদি হবে । কি মজার ব্যাপার না সত্যি আমার তো খুব ভাল লেগেছে । যাই হোক সফটওয়্যারটি নিচে থেকে

Top 05 Smart Phone in 2013

আমরা 2013 সালে প্রযুক্তিকে অনেক পরিবর্তন হতে দেখেছি। প্রযুক্তি আনেক নতুন নতুন আবিষ্কার আমাদের দার প্রান্তে এসেছে। তারঁ মধ্যে সারা জাগানো ছিল মোবাইল। তাই আমি আজকে আপনাদের কাছে নিয়ে এলাম 2013 সালে সারা জাগানো কয়েকটি মোবাইল ফোন এবং তার ফিউচার।
০১. Iphone5s112
মোবাইলের কথা বলতে গেলে প্রথমে চলে আসে যার নাম সেটা হলো আইফোন . 2013 সালে তার ব্যত্রিক্রম হয়নি 2013 সালের জনপ্রিয় মোবাইলের মধ্যে অন্যতম একটি মোবাইল হল আইফোন ৫ এস। ১১২ গ্রামের আইফোন ৫এস-এ ব্যবহার করতে হবে ন্যানো সিম। ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইট মেমোরির ফোনটির অপারেটিং সিস্টেম আইওএস ৭.০। এতে ব্যবহার করা হয়েছে অ্যাপল এ৭ চিপসেট, ১৩০০ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর এবং পাওয়ারভিআর জি৬৪৩০ গ্রাফিকস প্রসেসর। ৪ ইঞ্চি কর্নিং গরিলা গ্লাস পর্দার স্মার্টফোনটির টাচস্ক্রিন আইপিএস এলসিডি, যা ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে চাইলে ব্যবহার করতে হবে সাফারি ব্রাউজার। ডুয়াল এলইডি ফ্ল্যাশ,

11 January 2014

কম্পিউটার দ্রুত চালু করুন


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। ভাল তো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা নতুন জিনিস শিখলাম তারপর ভাবলাম এটি আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকারে আসতে পারে আর সেটি হচ্ছে আমাদের আনেকের কম্পিউটার চালু হতে অনেক সময় লেগে যায় তার একটি অন্যতম কারণ হচ্ছে কিম্পউটার চলুর সময় কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যারও সব্য়ংক্রিয়ভাবে চালূ হওয়ায় কম্পিউটার চালু  হতে সময় বেশি লাগে।।স্টার্টআপ থেকে অপ্রয়োজনীয় সফটওয্যার   মুছে ফেলতে ‍start মেনু থেকে Run এ ক্লিক